মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তিনদিন ব্যাপি স্থানীয় সরকার ও উন্নয়ন মেলার উদ্ধোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে বর্ণাঢ্য এক র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান সিকদার, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, শিশির দাস, মো. মাহামুদুল হক নাহিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন প্রমূখ। মেলায় বিভিন্ন স্টলে সরকারের নানা উদ্ভাবনী বিষয়ে প্রদর্শনী রাখা হয়।