রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

কাঠালিয়ায় স্কুল শিক্ষক হত্যা মামলায় তিন আসামীর মৃত্যুদণ্ড

কাঠালিয়ায় স্কুল শিক্ষক হত্যা মামলায় তিন আসামীর মৃত্যুদণ্ড

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদার (৪০) হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদেরকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারি বেলায়েত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামিরা হলেন, কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাষ্টারের ছেলে সরোয়ার হোসেন (৩৯), একই গ্রামের মো. জয়নাল জমাদ্দারের ছেলে মো. সালাম জমাদ্দার (৫০) ও মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুল লতিফ হাওলাদার (৬০) । রায় ঘোষণার পর মো. সালাম জমাদ্দার ও আবদুল লতিফ হাওলাদারকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামী মো. সরোয়ার হোসেন পলাতক রয়েছেন।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শাহজাহান হাওলাদার। তাঁর সাথে জমিজমা ও বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে পূর্বের দ্বন্দ্ব ছিলো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের সাথে । ওই দ্বন্দ্বের জেরে ২০০৭ সালের ১৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ চেঁচরী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারকে। নিহত শাহজাহান হাওলাদার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত রহিমুদ্দিন হাওলাদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগ পত্র দায়ের করার পর ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আদালত ১৬জন স্বাক্ষির সাক্ষ্য গ্রহণের পরে তার ভিত্তিতে এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ স ম মোস্তাফিজুর রহমান জানান, স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদার নিহতের পরের দিন তার ভাই মানিক হাওলাদার বাদি হয়ে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দিন বলেন, এ রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে সাত দিনের মধ্যে আপিল দায়ের করবে। আমরা ন্যায় বিচার পাইনি।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana