বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক উপজেলা ভিত্তিক শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
এতে অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজকর্মীরা অংশ নেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে “শিশুদের সহযোগিতা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং সমাজকর্মীর গুরুত্ব, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে চাইল্ড হেলপ লাইন ১০৯৮ বিষয়ে সচেতনতা এবং সমাজ কর্মীদের ভূমিকা” সহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে।