সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি (এসএমসি)’ র উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা খাইরুল আমিন ছগির।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উপজেলা পর্যায় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঘোষনা করেন। এর আগে গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২২ যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়।
এতে ১৩২টি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতিদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ণ শেষে ৪৫নং বড় কাঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগিরকে উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়।
তিনি ২০০৪ ইং সালে মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা হইতে জেলার শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি কাঠালিয়া প্রেসক্লাবের শিক্ষা সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি আজকের বার্তার কাঠালিয়া প্রতিনিধি ও কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত।