শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জেষ্ঠ্য পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রিড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার এক আলোচনা সভা উপজেলা পরিষদের বঙ্গবন্ধু ম্যুড়াল চত্ত¡রে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ্ওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, শিশির দাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মামুন হাওলাদার, মো. মিজানুর রহমা বশির, সাধারন সম্পাদক মো. রোকন সিকদার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো. মাইনুল হোসেন রিয়াজ সিকদার, মো. আবু বকর ছিদ্দিক জুয়েল, মো. আ. ছত্তার, ছাত্রলীগের মাসুদ খান প্রমূখ।