বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

কাঠালিয়ায় শিখন কেন্দ্র উদ্ধোধন ও বই বিতরণ

কাঠালিয়ায় শিখন কেন্দ্র উদ্ধোধন ও বই বিতরণ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচীর শিখন কেন্দ্র উদ্ধোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে শিখন কেন্দ্র উদ্ধোধন ও শিক্ষার্থীদের বই খাতা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুনের সভাপতিত্বে উদ্ধোধনী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির।

বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক জানে-ই-আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন খান। বক্তব্য রাখেন ভোসড জেলা প্রোগ্রাম ম্যানেজার মিল্টন কুমার দত্ত, কর্মসূচী প্রধান মেহেদী হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিরয়ার রহমান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুল জব্বার ও শাখা ব্যবস্থাপক সৈয়দ মো. খালেদ।

সভায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাশেষে শিক্ষার্থীদের মাঝে বই খাতা বিতরণ করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহায়তায় ও বেসরকারি উন্নয়ণ সংস্থা ভলান্টারী অর্গানাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ভোসড) এর বাস্তবায়ন করে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana