বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সুজন ঘরামীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কাঠালিয়া উপজেলা শাখা।
আজ মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।পরে অংশগ্রহনকারী শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু, ছিটকী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান জলিল, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. আলমগীর হেসেন, তারাবুনিয়ামাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম, আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সহকারি শিক্ষক এমএম তারিকুজ্জামান, আউরা জয়খালী প্রাথমিক বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক বাবুল মিয়া প্রমুখ। মানববন্ধনে নিহত সহকারি শিক্ষক সুজন ঘড়ামীর স্বজন, শিক্ষক-কর্মচারী, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের নের্তৃবৃন্দ অংশ নেয়।
এসময় বক্তারা সুজন ঘড়ামীর হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য যে, র্দূবৃত্তদের হামলায় কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন ঘরামী গত ৮ মার্চ নিহত হয়। ওই হামলায় নিহত সুজন ঘড়ামীর পিতার মালেক ঘড়ামী ও ভাই শাহীন ঘড়ামী আহত হয়। পরে গত বৃহস্পতিবার (১০মার্চ) সকালে নিহতের পিতা আঃ মালেক ঘরামী বাদী হয়ে ১৪জনকে আসামি করে কাঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।