শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় লেবু জাতিয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শৌলজালিয়া গ্রামের কৃষক নিজামুল হকের বাড়ী সংলগ্ন মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ তানজিলা আহমেদ। প্রধান অতিথি ছিলেন প্রকল্প মনিটরিং অফিসার মো.মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষন অফিসার মো.রিফাত সিকদার ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপসহকারি কৃষি অফিসার মো.বখতিয়ার উদ্দিন শান্ত, মো.হাছিবুর রহমান, সুমাইয়া শারমিন ও কৃষক নিজামুল হক প্রমূখ।