শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রিড়া সংঘের উদ্যোগে চার শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ
করা হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক এর সহযোগিতায়, রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রিড়া সংঘের আয়োজনে স্থানীয় নারী ও পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব আতিকুর রহমান রুবেল।
রুবেল সমাজ কল্যাণ যুব ও ক্রিড়া সংঘের উপদেষ্টা সাবেক জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন অনুষ্ঠানে সভাতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একে এম মোস্তফা কামাল।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ মাসউদুল আলম, সমাজ সেবক নাফিছুর রহমান সিকদার, খন্দকার নাজির আহম্মেদ, মোশারফ হোসেন মিয়া, মনিরুল ইসলাম রঙ্গু, গাজী হাবিবুর রহমান, কামরুজ্জামান খান চঞ্চল প্রমূখ।