মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে উপজেলার বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
উপজেলা যুব দলের সভাপতি কিশোর মাহমুদ এর সভাপতিত্বে উপজেলা বিএনপির নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদার, মো. ইলিয়াস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাছিব ভূট্টো, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহ আল ইমরান, সাবেক যুব দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মিরাজ হোসেন নাসিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন, এনায়েত হোসেন, সাবেক যুবদল নেতা মো. হালিম মিয়া, সাবেক ছাত্রদল নেতা রাসেল মুন্সী ও মো. হেলাল জমাদ্দার সহ যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষকদল ও ছাএদলের নেতা কর্মীরা আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অংশ নেন।