বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্চাসেবক দলের নেতা আব্দুল রহিম ও ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাঠালিয়া উপজেলা যুবদল। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় মাদ্রাসা রোডের মোড়ের দলীয় কার্যালয়ের থেকে রফিকুল ইসলাম জামাল গ্রুপ এবং বিকেল সাড়ে ৫টায় কাঠালিয়া বাসষ্ট্যান্ডের দলীয় কার্যালয় থেকে ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রুপ পৃথক দুইটি বিক্ষোভ বিছিল বের করে স্থানীয় বিসমিল্লাহ ডায়াগনিষ্ট সেন্টারের সামনা ঘুরে দলীয় কার্যালয়ের সামনে ১০/১৫ মিনিটের সংক্ষিপ্ত সমাবেশ করে।
পৃথক এ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর গ্রæপের কাঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি কিশোর মাহমুদ এবং রফিকুল ইসলাম জামাল গ্রæপের ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সফিকুল ইসলাম রাসেল সিকদার ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. জয়নাল আবেদিন।
সমাবেশ শেষে পুলিশ এসে নেতা-কর্মীদের সরিয়ে দিয়ে বিএনপির কার্যালয় দুটি বন্ধ করে দেয়।