সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

কাঠালিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বজলুর রহমান হক্কোননুরী (রঃ) স্মৃতি বৃত্তি প্রদান

কাঠালিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বজলুর রহমান হক্কোননুরী (রঃ) স্মৃতি বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহ্যবাহী শৌলজালিয়া হক্কোননুর দরবার শরীফের বজলুর রহমান হক্কোননুরী (রঃ) স্মৃতি বৃত্তি প্রতিবছরের ন্যায় মঙ্গলবার বিকেলে প্রদান করা হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খাঁন সাইফুল্লাহ পনির।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক সংবাদ প্রতিদিন পত্রিকার সিনিয়র এডিটর আমেরিকা প্রবাসী জি,এম,কায়কোবাদ মিলন, ঢাকাস্থ বরিশাল বিভাগিয় কল্যান সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ জিয়াউল কবির দুলু, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন ও কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।

হক্কোননুর দরবার শরীফের গদ্দিনশিন ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী রাফাত সাইফুল্লাহ জয়, মোঃ আলতাফ হেসেন খলিফা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিবাবকবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ।

এ বৃত্তি বাছাই পরীক্ষায় উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭শত ৫জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে তিন ক্যাটাগরিতে নির্বাচিত ৬৯জনকে ১হাজার, ১৫শ ও ২৫শ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana