বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জতীয় দিবস পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও পরিবারদের সংবর্ধনা এবং আলোচনা সভা আজ শনিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান শিশির দাস, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান জমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো. মাইনুল ইসলাম উজ্জল জমাদ্দার প্রমূখ।
এদিনে অন্যান্যে কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ বার তোপধ্বনি, অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ।