বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল। আজ শুক্রবার সকাল ১১টায় আমুয়া শহীদ রাজার ডিগ্রী কলেজ সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ ইসমাইল।
আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই পান্না হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম মহারাজ , ঝালকাঠি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি মো. আবুল কালাম সিকদার, আমুয়া আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান শহীদ গোলদার, ঝালকাঠি জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ তালুকদার প্রমূখ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় লোকজন এ মতবিনিময় সভার আয়োজন করে।