সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় মটর সাইকেলের ধাক্কায় সাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার আমুয়া সড়কের জিরো পয়েন্ট এলাকায় মটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। মৃত সাজেদা বেগম উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামের মো. সোহরাব খানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, সাজেদা বেগম চিকিৎসার জন্য আমুয়ার এ্যাপোলো ডায়াগানিস্টিক সেন্টারে যাচ্ছিলেন। এ সময় আকরাম হাওলাদারের চালিত মটর সাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে মস্তিস্কে রক্তক্ষরণ হলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে (আমুয়া) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার সাজেদা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কোন মামলা হয়নি। তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করবেন না। তার লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।