সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ভিক্ষুক পুর্নভাসন প্রকল্পের আওতায় ১০ জন নারী ও পুরুষ ভিক্ষুকের মাঝে সরকারি ভাবে গরু বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ছৈলার পর্যটন কেন্দ্রে বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসেবে এ গরু বিতরণ করেন।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোর আলী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, শিশির দাস, মো. আমিরুল ইসলাম, মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. মিঠু সিকদার প্রমুখ।
পরে তিনি ছৈলার চর ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত, পর্যটন কেন্দ্রের সেতু/কালভার্ট ও রেস্ট হাউজ উদ্ভোধন করাসহ ছৈলার চর পর্যটন কেন্দ্রর বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।