সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও সমাজ উন্নয়ন সংগঠন ‘ সামাজিক আন্দোলন কাঠালিয়া’র আয়োজনে মাসব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার (৬জানুয়ারি) রাত ৮টায় কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সামাজিক আন্দোলন কাঠালিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তুহিন সিকদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুমিত সাহা, থানা অফিসার ইনচার্জ পুলন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীসহ হাজার হাজার দর্শক এ ব্যতিক্রমী এ টুর্নামেন্ট উপভোগ করেন।
ফাইনাল খেলায় কাঠালিয়া দাসপাড়া একাদশ বিজয়ী এবং কাঠালিয়া রূপালী ব্যাংক দল বিজীত হন। এ টুর্নামেন্টে স্বাগতিক ঝালকাঠি জেলাসহ পিরোজপুর, বরগুনা ও বরিশালের বিভিন্ন উপজেলার ৩২টি দল অংশ নেয়।