রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
দেশীয় প্রজাতির মাছ এবং সামুক রক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাঠালিয়া উপজেলার আমুয়া খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়ে ৪টি বেহুন্দী জাল এবং ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
২৪ আগস্ট বুধবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন বলেন, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আমুয়া খালে অভিযান পরিচালনা করে বেহেন্দী ও কারেন্ট জাল জব্দ করে উপজেলা পরিষদ মাঠে আগুন দিয়ে বিনষ্ঠ করা হয়।
কাঠালিয়া থানা পুলিশের একটি দলসহ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।