বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে সুবর্ণজয়ন্তী মেলা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রসাশনের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা, ঝালকাঠি সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মো. শাহজাহান জমাদ্দার, মো. ইউসুফ আলী বক্স, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল প্রমূখ।