বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া বিষখালী নদীতে ভ্রমণকালে নৌকা ডুবে নিখোঁজের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় সাত বন্ধু মিলে শৌলজালিয়া অংশের বিষখালী নদীতে ভ্রমন কালে নদীর ঢেউয়ে নৌকা ডুবে যায়। এসময় ছয় বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নামে একজন নিখোঁজ হয়। এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ঘটনার পর মো. রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়। নিখোঁজ মো. রিফাত বিন আলিফ উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ পলাশ হাওলাদার ছেলে।
স্থানীয়রা জানায়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকালে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়। পরে সন্ধ্যায় বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা পানির ঢুবে যায়। এসময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রিফাত বিন আলিফ নিখোঁজ হয়।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন বলেন, ইফতারের পরে তালগাছিয়া গ্রামের আলিফ, মো. রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস মিলে দুটি নৌকায় নদীতে ভ্রমনকালে নদীর ঢেউয়ে নৌকা ডুবি স্বিকার হয়। পরে ৬ জন সাঁতরিয়ে উঠতে পারলেও আলিফ নামে এক জন নিখোঁজ হয়।