বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

কাঠালিয়ায় বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা

কাঠালিয়ায় বিদায়ী ও নবাগত ইউএনওকে সংবর্ধনা

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের বদলীজনিত বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার (০১ আগস্ট)  বিকালে উপজেল পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামাল বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সরকারি কাঠালিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সাংবাদিক আবদুল হালিম প্রমুখ।

উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুনের সঞ্চালনায় এ সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মোঃ মিঠু সিকদার, শিশির দাস, মোঃ হারুন অর রশিদ, কাঠালিয়ায় প্রেসক্লাবের সভাপতি মোঃ কাজল সিকদার, উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান, কাঠালিয়া বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আজিম সিকদার, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মঞ্জুরুল কবির পারভেজ, সাংবাদিক মোঃ ফারুক হোসেন খান, মোঃ শহীদুল আলম, মোঃ সাকিবুজ্জামান সবুর, মোঃ সরোয়ার হোসেন সিকদার, মোঃ খাইরুল আমিন ছগির, মোঃ মাছুম বিল্লাহ জুয়েল,  সাংবাদিক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশসহ  সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana