মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ৫০তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, উপজেলা আ’লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা কমিটির আহবায়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ফোরকান, হারুন অর রশিদ, মো. মিঠু সিকদার, বীর মুক্তিযোদ্ধা অমুল্য চন্দ্র বেপারী, সাহানা সিদ্দিকা, অধ্যাপক আবদুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু প্রমুখ।
আলোচানা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।