শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালীর শাখা নদী বাঁকের খালের ভয়াবহ ভাঙ্গন রোধে পাইলিং ও বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভূক্তভোগী এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টায় উপজেলার আমুয়ার বাকের খাল সংলগ্ন রাস্তায় মানববন্ধন কর্মসূচিতে এলাকার নারী, পুরুষ, শিশু, কিশোরসহ প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. এনায়েত হোসেন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা মো. মতিউর রহমান ফরাজী, রাবেয়া বেগম ও মালা রানী প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলার আমুয়া ইউনিয়নের মাঝ খান থেকে বয়ে যাওয়া বিষখালী নদীর শাখা নদী বাঁকের খালের দু’পাড়ের ভাঙ্গন দীর্ঘ ৫০ বছর ধরে অব্যাহত রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে দু’পাড়ের অসংখ্য বসতবাড়ি, মসজিদ, মন্দির, গাছপালা ও শতশত একর ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে আমুয়ার লেবুবুনিয়া থেকে ঘোষেরহাট বাজার পর্যন্ত শতশত বসতঘর নদী গর্ভে বিলিন হয়েগেছে। বিশেষ করে সৈজদ্দিন কেরানী বাড়ি, হযরত আলী মেম্বার বাড়ি, নাপিত বাড়ি, রাধিকা ডাক্তার বাড়ি, মরহুম বারেক খান চেয়ারম্যান বাড়ির অধিকাংশ স্থাপনা নদীগর্ভে চলেগেছে।
তারা আরো বলেন, আমাদের বাপ-দাদার বসত ভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি। অনেকের আর কোন বসতভিটা না থাকায় মানবেতর জীবনযাপন করছেন। নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় বাকী বসত ভিটা অচিরেই নদীগর্ভে বিলিন হয়ে যাবে। তাই সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে বাঁকের খালের ভাঙ্গন রোধে পাইলিং ও বেড়িবাঁধের জোর দাবি জানান।