শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারি ভাবে দুধ খাওয়ানো প্রাথমিক স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলার কচুয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানোর মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আতিকুর রহমান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের স্কুল মিল্ক কর্মসূচির উপ প্রকল্প পরিচালক ডা: হিরন্ময় বিশ^াস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: দেবেন্দ্রনাথ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম আমিরুল ইসলাম লিটন সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসি প্রমূখ।
স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনের উদ্দেশ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সারা বছর দুধ পান করানোর পাইলট কর্মসূচি গ্রহণ করেছে সরকার। এ কর্মসূচির আওতায় জেলার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কাঠালিয়া উপজেলার কচুয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় এর আওতাভুক্ত হয়েছে। এতে স্কুল খোলার দিন সমূহে সকল ছাত্র-ছাত্রী প্রতিদিন ২০০মিলি গ্রাম করে প্যাকেটজাত দুধ পান করতে পারবেন। কর্মসূচি শুরুর দিন বিদ্যালয়টির ২৩৬জন শিক্ষার্থীকে একযোগে এ দুধ পান করানো হয়েছে। এসময় শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন।