শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নে চ্যালেঞ্জ, নতুন সম্ভাবনা চিহ্নিতকরণ ও বহুল প্রচারে করণীয় শীর্ষক এক কর্মশালা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. ওবায়েদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দোলোয়ার হোসেন, সাংবাদিক মো. ফারুক হোসেন খান, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন। কর্মশালায় সকল অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিক সহ ৫০জন অংশ নেয়।