শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবন্ধী ও বয়স্ক শারীরিক অক্ষম ব্যক্তিদের মাঝে জানশরীফ গণগ্রান্থাগার ও তথ্য সেবা কেন্দ্রের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ রোববার বিকালে উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আতিকুর রহমান রুবেলের এর আয়োজন করেন।
এ সময় ১০ জন প্রতিবন্ধী ও বয়স্ক শারীরিক ভাবে অক্ষম নারী-পুরুষ এর মাঝে এ হুইল চেয়ার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি থেকে প্রতিবন্ধী ও শারীরিক ভাবে অক্ষম নারী-পুরুষদের হাতে এ চেয়ার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জানশরীফ গণগ্রান্থাগার ও তথ্য সেবা কেন্দ্রের প্রধান উপদেষ্ট এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আবদুল হালিম, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, দৈনিক সমকাল প্রতিনিধি ফারুক হোসেন খান, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শহীদুল আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও উপকার ভোগীরা।