শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় সুজন ঘরামী (৩০) নামের এক স্কুল শিক্ষক নিহত এবং তার ছোট ভাই ও বাবা গুরুতর আহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তারাবুনিয়া গ্রামের আঃ মালেক ঘরামীর ছেলে এবং উপজেলার কুচয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি)।
নিহত সুজন ঘরামীর আপন চাচা মো. আলী ঘরামী জানান, গতকাল সোমবার (৭মার্চ) সকাল ৭টার দিকে তারাবুনিয়া বাজারে সোহরাফের চায়ের দোকানের সামনে প্রতিবেশী জাকির মৃধা (৫০), তার ছেলে মুছা মৃধা (১৮), ভাতিজা মাঈনুল (২০) সহ তাদের লোকজন সাথে জমাজমি নিয়ে বাক-বিতন্ডায় এক পর্যায় সুজন ঘরামী (স্কুল শিক্ষক), তার বাবা আঃ মালেক ও ছোট ভাই শাহীনের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় সুজন ঘরামীসহ তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ কেন্দ্র (আমুয়া) ভার্তি করে। সুজন ঘরামীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে বরিশাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ নেয়া হয়। আজ মঙ্গলবার (৮মার্চ) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে। স্কুল শিক্ষক সুজন ঘরামীর মরদেহ বাড়িতে আসর পর দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন থানায় আসার পর মামলা দায়ের হবে।