বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৪০ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের বাঁধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সারা দেশব্যাপী লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনা, ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা ছাত্রদল।
এসময় বাসষ্ট্যান্ডের দলীয় কার্যলয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে এতে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়েই তাদের কর্মসূচি সংক্ষিপ্ত ভাবে শেষ করেন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রাকিবুল ইসলাম তুষারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আদনান আহম্মেদ রিয়ান, যুগ্ম আহবায়ক মো. রুবেল মোল্লা, চেঁচরী রামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাহফুজ গাজীসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা।