বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডু’বে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্র দেবরাজ মিস্ত্রি(১১) এর মৃ’ত্যু হয়েছে বলে জানাগেছে। মৃত দেবরাজ উপজেলার পশ্চিম ছিটকির বাসিন্দা পরিতোষ মিস্ত্রীর নাতী ও পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী ছাত্র।
জানাযায়, গতকাল স্কুল ছাত্র দেবরাজ মিস্ত্রি তার নিজ বাড়ির সামনে খালে গোসল করতে গিয়ে ডু’বে যায়। অনেক খোজাখুজির পর রাতে খাল থেকে তার লা’শ ভাসমান অবস্থায় পাওয়া যায়।