শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় খালের পানিতে ডুবে দেব শীল নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার ছোনাউটা গ্রামের এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু দেব শীল ওই গ্রামের দিপু শীলের পুত্র।
মৃত শিশু দেব শীলের স্বজনরা জানান, গতকাল দুপুর ১টার দিকে দেব শীল তার নিজ বাড়ির সামনে খেলতে গিয়ে সবার অজান্তে খালে পরে যায়। পরে অনেক খোঁজাখুজি করে খাল থেকে তাকে স্বজনা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় কোন মামলা হয়নি তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন : কাঠালিয়ায় কীটনাশক পানে স্কুল শিক্ষার্থীর আ’ত্ম’হ’ত্যা