শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় পানিতে ডুবে সিয়াম ঘরামী (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার আমুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে সাইদুল ঘরামীর ছেলে খেলাধুলা করার সময় পানিতে পড়ে যায়।
পরে পুকুর থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুজ্জামান জানান, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।