মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ২দিন ব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রিফাত সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা মো. হাছিবুর রহমান প্রমূখ।