রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবার) সন্ধ্যায় বিষখালি নদীতে অভিযান চালিয়ে মাছ ধরা অবস্থায় দুই জেলেকে জাল ও নৌকাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান ২ জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিতরা হলেন- উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে উজরান (১৯) ও শৌলজালিয়ার আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (১৮)।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ২ জেলেকে এক বছরের সাজা দেওয়া হয়েছে এবং ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।