শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন

কাঠালিয়ায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বানিজ্য, দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

কাঠালিয়ায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ বানিজ্য, দূর্নীতির প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ ও অফিসের কর্মচারীদের সীমাহীন দূর্নীতি, ঘুষ বানিজ্য, সেবা গ্রহীতাদের সাথে অসাধাচারণ ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে সামাজিক আন্দোলন কাঠালিয়া নামের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। মানবন্ধনে সংগঠনটির সদস্যসহ ভ‚ক্তভোগী নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সামাজিক আন্দোলন কাঠালিয়ার সভাপতি মো. অমিত হাসান তুহিন সিকদার, ভ‚ক্তোভোগী মো. সাইফুল ইসলাম, মো. মুসাসহ আরো অনেকে। মানববন্ধন শেষে আঞ্চলিক নির্বাচন অফিসার বরাবর তারা স্মারকলিপিও প্রধান করেন।

বক্তারা উপজেলা নির্বাচন অফিসের অসাধু কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ ও কর্মচারী শাহাদাত হোসেন, আরিফুল ইসলাম পলাশ, সুমন ও অফিস সহায়ক মো. মজিবুর রহমানের বিরুদ্ধে সেবাগ্রহিতাদের সাথে অসাদাচারণ, ঘুষ বানিজ্য, দূর্নীতি, কাঙ্খিত সেবা প্রদানে অনিহা, নতুন ভোটার, এনআইডি কার্ড সংশোধন, ভোটার হস্তান্তর এবং যেকোন তথ্য পেতে সীমাহীন ভোগান্তিসহ হয়রানী বিভিন্ন চিত্র তুলে ধরে এর তীব্র প্রতিবাদ জানায়। সেই সাথে উপজেলা নির্বাচন অফিসে একজন স্থায়ী নির্বাচন কর্মকর্তা পদায়নের দাবি জানান বক্তারা।

এ বিষয়ে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা অহেদুজ্জামান মুন্সী বলেন, বিষয়টি আমি জেনেছি। আইনানুগ ভাবে যে ব্যবস্থা নেওয়ার আমি নেবো। এছাড়া আমি চাই যাতে কাঠালিয়া নির্বাচন অফিস থেকে কোন মানুষ হয়রানীর শিকার না হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana