বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মিলাদের মধ্য দিয়ে শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতির সামনে শেখ রাসেলে ছবিতে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। পরে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে শেষ হয়। সেখানে আলোচনা সভা শেষে দোয়া মিলাদ ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃসি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহমাদুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা। দোয়া মোনাজাতে শেখ রাসেলের আত্মার মাগফিরত ও শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল এর বই তুলে দেন।