মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় হলতা নদীতে গোসল করতে নেমে মো. জাহিদ হোসেন (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার আমুয়া বাজারের হলতা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জাহিদ হোসেন বামনা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. হাবিবুর রহমান (বিএসসি) এর ছেলে ও আমুয়া বন্দরের ভাড়াটিয়া।
নিখোঁজ জাহিদের স্বজন ও প্রতিবেশী বলেন, জাহিদ প্রতিদিনের ন্যায় দুপুর ১টার দিকে বাজারের হলতা নদীতে গোসল করতে নামে। এসময় নদীতে ডুব দেয়ার পর আর উপরে না ওঠায় কিনারে থাকা তাইবা নামের এক শিশু জাহিদের বাসায় গিয়ে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা নদীতে বিভিন্ন উপায়ে খোঁজা-খুঁজি করে সন্ধান না পাওয়ায় স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়।
কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ইনচার্জ মো. শহীদুল ইসলাম বলেন, আমরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। বরিশাল থেকে আমাদের ডুবুরি টিম এসেও উদ্ধার কাজে অংশ নেয়।
আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান বলেন, আমুয়া বন্দরের ঘাটে একটি ছেলে পানিতে পড়েছে। ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধারের কাজ করছে। তাকে এখনো খুজেঁ পাওয়া যায়নি।