সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
‘মাদককে না বলি, ক্রিড়াই হ্যা বলি’ এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবসমাজের উদ্যোগে ঝালকাঠির কাঠালিয়ায় নজরুল ইসলাম ছাহেদ স্মৃতি হাডুডু টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় মশাবুনিয়া সাইক্লোন শেল্টার মাঠে উদ্ভোধনী ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খেলার শুরু হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হাডুডু খেলা উপভোগ করতে বিভিন্ন শ্রেণি পেশার শতশত দর্শক জমায়েত হয়।
উদ্বোধনী খেলায় জামাদার হাট একাদশ ২-০ পয়েন্টে বটতলা বাজার একাদশকে হারায়। মো. আখতার হোসেন সানু খেলা পরিচালনা করেন। এ টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নিবে।