বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

কাঠালিয়ায় ধান রোপন করতে গিয়ে সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম লাইফ সাপোর্টে

কাঠালিয়ায় ধান রোপন করতে গিয়ে সংঘর্ষে আহত রাকিবুল ইসলাম লাইফ সাপোর্টে

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় বিরোধীয় জমিতে আমন ধানের চারা রোপন করা নিয়ে সংঘর্ষে পিতা পুত্রসহ দু’পক্ষের ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন শফি উদ্দিন হাওলাদার (৭৩) তার পুত্র তারিকুল ইসলাম তারেক (৪৩) রাকিবুল ইসলাম (৪০) এবং স্ত্রী নুরজাহান বেগম (লিলি) (৬০), অপর পক্ষের নজরুল ইসলাম হাওলাদার (৩৭)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ (আমুয়া) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই রাকিবুলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) এ ঘটনায় তারিকুল ইসলাম তারেক বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গুরুতর আহত রাকিবুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিন দিনেও জ্ঞান ফেরেনি বলে জানিয়েছেন তার ভাই তারিকুল ইসলাম। সংঘর্ষের ঘটনাটি ঘটে গত শনিবার বিকেলে উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের ষাটকুড়ার মোড় এলাকায়।

অভিযোগে সূত্রে জানাযায়, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের শফিউদ্দিন হাওলাদারের সাথে একই এলাকার নজরুল ইসলাম হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার বিকেলে বিরোধীয় জমিতে আমন ধান রোপন করতে যায় নজরুল। রোপনে বাঁধা দেয় তারিকুল ইসলাম। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারিকুল ইসলামকে মারধর করা নজরুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তারিকুলের পিতা শফি উদ্দিন ও ছোট ভাই রাকিবুল ইসলাম। এ সময় নজরুলের সহযোগী শহীদ হাওলাদার, তপু হাওলাদার ও মামুন হাওলাদার মিলে তাদের পিটিয়ে আহত করে। এতে শফি উদ্দিন তার ছেলে তারিকুল ইসলাম তারেক, রাকিবুল ইসলাম ও স্ত্রী নুরজাহান বেগম (লিলি) গুরুতর আহত হয়।

অপরদিকে আহত নজরুল ইসলাম অভিযোগ করেন, আমাদের জমিতে ধানের চারা রোপন করতে গেলে তারিকুল তার ভাই রাকিবুল এবং পিতা শফি উদ্দিনসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana