সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দুই শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা শিক্ষা অফিস সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন কাঠালিয়া প্রাথমিক শিক্ষা পরিবার। অনুষ্ঠানে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে বরন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামকে বিধায় সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা পারভীন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ইউনুচ আলী। অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল, মোঃ সোলায়মান, মো. ইউনুচ আলী।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, মোসাঃ খাদিজা ইয়াছমিন, মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হুমায়ুন কবির, মোঃ হাবিবুর রহমান, ফকরুল ইসলাম, মোঃ মাইন উদ্দিন (নিউটিন), সহকারী শিক্ষক ইমরোজ জাহান, মোঃ তৈয়মুর হোসেন অপু, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।