সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

কাঠালিয়ায় দুই দিন ব্যাপী বাল্যবিবাহ নিরোধে প্রশিক্ষণ শুরু

কাঠালিয়ায় দুই দিন ব্যাপী বাল্যবিবাহ নিরোধে প্রশিক্ষণ শুরু

বার্তা ডেস্ক:

“‌আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় দুই দিন ব্যাপী বাল্যবিবাহ নিরোধে প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন।

রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর উপজেলা সমন্বয়কারী মো. আশ্রফুল আলম, ইউনিয়ন সমন্বয়কারী রাবেয়া বেগম ও কাকলী আক্তার প্রশিক্ষণ প্রদান করেন।

প্রশিক্ষণে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, অধ্যক্ষ মো. ওবায়দুল হক অদুত, ইউপি সচিব মো. মোস্তাফিজুর রহমান, কাজী মামুন আর রশিদ, ইউপি সদস্য মো. মোস্তফা কামাল, এইচএমনাসির উদ্দিন আকাশ, সৈয়দ আবদুল কাইয়ুম, কবির হোসেন, মো. দুলাল শরিফ, সেলিম তালুকদার, মো. সামছুল আলম, মো. সিরাজুল ইসলাম, মো. মাসুম বিল্লাহ, সংরিক্ষত নারী ইউপি সদস্য মোসা. শাহানাজ পারভীন, মোসা. রেশমা আক্তার ও কানিজ জাহান অংশ নেন।

বাংলাদেশে বাল্যবিবাহ প্রতিরোধ (সিইএমবি) প্রকল্পের আওতায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় রিসোর্স ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর আয়োজন করে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana