বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় দুই দিন ব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের উত্তোলীয় পরিয়ে এবং ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, কবি ও প্রাবন্ধিক মু. আল আমিন বাকলাই। প্রধান বক্তা ছিলেন জেলা কালচারাল অফিসার আল মামুন।
আরও পড়ুন : ঝালকাঠিতে বিয়ে করতে রাজি না হওয়ায় প্রবাসীর বসতঘরে হামলা ও লুটপাট
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বিএম কলেজের সহকারী অধ্যাপক এসএম তারিকুজ্জামান, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের প্রভাষক আরজু আক্তার, কথা সাহিত্যিক মো. নকিব ফিরোজ, কবি মো. জিল্লুর রহমান জিল্লু, বাংলার জাগ্রত কবি মো. শাহ জামান চিশতী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন স্থানের অর্ধশতাদিক কবি, সাহিত্যিক, লেখক, নাট্যকার, ছড়াকার, প্রবদ্ধকার, আবৃত্তি শিল্পীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশ নেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছড়া, নাটিকা, অভিনয়সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বই মেলার আয়োজন করা হয়।