মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের সামেনের সড়কে র্যালী ও অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিেত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান উজির সিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শিশির দাস, মাহমুদুল হক নাহিদ, মাহমুদ হোসেন রিপন ও মো. মিঠু সিকদার প্রমুখ।