মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০২:৩২ অপরাহ্ন

কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সুফলভোগীদের প্রশিক্ষণ

কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহে সুফলভোগীদের প্রশিক্ষণ

বার্তা ডেস্ক:

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩৫জন সুফলভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের তালতলা বাজার সংলগ্ন আশ্রায়ন প্রকল্পের মাঠে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার।

বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. কাওসার আহম্মেদ, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারি মো. নাইমুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ শেষে আশ্রায়ন প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এছাড়া মৎস্য সপ্তাহের ৬ষ্ঠ দিনের কার্যক্রমের অংশ হিসেবে এ উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে চুন, সার ও মাছের খাবার বিতরণ করা হয়।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana