মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন

কাঠালিয়ায় জরাজীর্ণ আবাসিক ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

কাঠালিয়ায় জরাজীর্ণ আবাসিক ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নিজস্ব প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য ৫টি আবাসিক ভবনের সবগুলোই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তবুও ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ওইসব ভবনে বসবাস করছেন কর্মকর্তা-কর্মচারীদের পরিবার। আবাসন ভবন ভগ্নদশা হওয়ায় প্রথম শ্রেণির একাধিক কর্মকর্তারা পরিবার নিয়ে আবাসিক এলাকার বাইরে ভাড়া বাসায় থাকেন। আবার অনেক কর্মকর্তারা পরিবারবর্গ বাড়ি রেখে নিজেরা থাকেন ব্যাচেলর বাসায়। আবাসন ভবন বসবাসের অযোগ্য হওয়ার কথা শুনে অনেক কর্মকর্তা-কর্মচারী এ উপজেলায় আসতে চান না। আবার নতুন যারা আসছেন তাদের অনেকেই একই সমস্যার কথা চিন্তা করে যোগদান না করে বদলির তদবিরে ব্যস্ত থাকেন।

উপজেলার সবগুলোই আবাসিক ভবন সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিটি ভবনের দেয়াল ও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। দেয়ালে ছোট-বড় একাধিক ফাটল। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পড়ে পানি। বিবর্ণ দেয়ালে জমেছে শ্যাওলা। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় ভবনগুলোর ছাদে ও কার্নিশে লতা-পাতা ও আগাছা জন্ম নিয়েছে। এছাড়াও ভবনের জানালা-দরজার অবস্থা অত্যান্ত শোচনীয় হওয়ায় সারাক্ষন চুরি হওয়ার আতংকে দিন কাটছে তাদের। অধিক ঝুঁকিপূর্ণ হওয়ার পরও পরিবার-পরিজন নিয়ে হাতে গোনা কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বসবাস করছেন এসব ভবনে। বেশিরভাগ ভবনেই প্রথম শ্রেণির কর্মকর্তারা না থাকলেও রয়েছেন দ্বিতীয় শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা। কয়েকটি ভবনতো পরিত্যক্ত হয়েই পরে রয়েছে। যাতে কয়েক বছর যাবত ভয়ে মানুষ প্রবেশই করেন না।

উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নদী তীরবর্তী এ উপজেলায় পদ্মা, মেঘনা, যমুনা, করতোয়া ও তিস্তা নামে ৫টি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে একটি ভবন প্রথম শ্রেনীর কর্মকর্তাদের জন্য। পুরুষ ও নারী কর্মকর্তাদের জন্য আলাদা দুটি প্রমোট সেন্টার। বাকি দুটি ভবন কর্মচারীদের থাকার জন্য ডরমিটরি ভবন। এছাড়াও নির্বাহী কর্মকর্তা পৃথক একটি বাস ভবন রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেনীর কর্মকর্তাদের থাকার ভবনটি মেরামত করা হলে থাকার উপযোগী হলেও বাকি ভবন গুলো বাসযোগ্য নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

অপরদিকে, বর্ষার সময়ে বিশখালী নদীর স¦াভাবিক জোয়রের পানিতে তলিয়ে যায় উপজেলা পরিষদের মাঠ ও রাস্তাঘাট। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবন নিচ তলায় পানি প্রবেশ করায় তাকে ভোগান্তি পোহাতে হয়। ভবনটি নিচু করে নির্মান করায় এ সমস্যা হচ্ছে।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাস ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরপর ২০২০ সালের প্রথম দিকে পরিত্যক্ত এই বাস ভবনটি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নতুন করে বাস ভবন করার জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। যা এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাস ভবন না থাকায় উপজেলা চেয়ারম্যানের থাকতে হয় ১০ কিলোমিটার দূরে ভাড়ার বাসায়। এতে অফিস করতে তাকে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁর।
উপজেলা বনায়ন কর্মকর্তা আসরাফ হোসেন ভূইয়া জানান, বাইরে বাসাভাড়া তুলনামূলক বেশি এবং অফিস থেকে অনেক দূরে হওয়ায় ঝুঁকি নিয়ে কোয়ার্টারে থাকতে হচ্ছে। সেখানে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে। দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। যে কারণে পরিবার আনতে সাহস পাচ্ছি না।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জগলুল ফারুক বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি উপজেলা মাসিক সভায় রেজুলেশন করা হয়েছে। উপজেলা পরিষদে কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য প্রতিটি ভবনই বর্তমানে পরিত্যক্ত বলা চলে। তারপরও কিছু কর্মকর্তা ও কর্মচারীরা কষ্ট করে এতে বসবাস করছেন। তিনি আরও বলেন, শুধু মাত্র প্রথম শ্রেনীর কর্মকর্তাদের থাকার ভবনটি মেরামত করা হলে থাকার উপযোগী হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, ‘ভবনগুলোর অবস্থা এতই খারাপ যে সেখানে থাকার মতো কোন পরিবেশ নেই। আমার বাসভবনের ছাদ দিয়ে পানি পরে আবার স্বভাবিক জোয়ারের পানিতে আশপাশের রাস্তাঘাট ও ভবনের নিচতলা তলিয়ে যায়। এ ব্যাপারে উপজেলা পরিষদের সভায় রেজুলেশনের মাধ্যমে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। যেগুলো সংস্কার করা যায় সেগুলো সংস্কার করা হবে। বাকিগুলো নতুন ভবন চেয়ে মন্ত্রালয় চিঠি পাঠানো হবে।’

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana