বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্সে ছোট ভাইয়ের স্ত্রী নুসরাত জাহান দুলুর দায়ের করা মামলায় ভাসুর আবদুল মান্নান হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাদের আটক করে কোর্টে চালান করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কচুয়া ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আবদুর রাজ্জাক হাওলাদার বাড়ীতে বিদুতের সংযোগ দেওয়া নিয়ে আপন দুই ভাই আবদুল মান্নান ও আবদুস সালাম ও তাদের স্ত্রী সন্তানদের মধ্যে সংঘর্সের ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতে আবদুস সালাম হাওলাদারের স্ত্রী নুসরাত জাহান দুলু বাদী হয়ে মারামারী ও ছিনতাইয়ের অভিযোগে ভাসুর আবদুল মান্নান হাওলাদার, অপর ভাসুর সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাকসহ ৬জনকে আসামী করে থানায় একটি মামলা করে।
মামলার আসামী সাবেক ইউপি মেম্বার আবদুর রাজ্জাক হাওলাদার জানান, তুচ্ছ ঘটনায় তার ছোট ভাই আবদুস সালাম ধারালো দাও দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে সেজ ভাই আবদুল মান্নানের স্ত্রী লাভলী বেগমকে।
তাকে বরগুনা জেলার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমরা রোগী নিয়ে হাসপাতালে অবস্থানকালে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় মামলা করে আমার ছোট ভাইর স্ত্রী নুসরাত জাহান দুলু।
থানা অফিসার ইনচার্জ মো.মুরাদ আলী জানান, কচুয়া গ্রামে সংঘর্স ও ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার ৬ আসামীর মধ্যে তিন আসামী গ্রেফতার হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যহত আছে।