বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
মহসীন খান:
ঝালকাঠির কাঠালিয়ায় ছাত্রদলের সদ্যঘোষিত আহবায়ক কমিটির আহবায়ক মো. মারুফ বিল্লাহ’কে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানাগেছে দলীয় শৃংঙ্খলা ভঙ্গ ও তথ্য গোপন করার প্রমানিত হওয়ায় মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হয়। ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান খান ও সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু’র অনুমোদিত সিদ্ধান্তে দপ্তর সম্পাদক মো. তরিকুল ইসলাম তারেকের স্বাক্ষরিত একই প্রেস বিজ্ঞপ্তিতে যুগ্ন আহবায়ক মো. রকিবুল ইসলাম তুষারকে দায়িত্ব প্রদান করা হয়।
মারুফ বিল্লাহ জানান, আমি এখন পর্যন্ত কোন কাগজপত্র পাইনি। কিসের জন্য আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা এখন পর্যন্ত জানি না।