শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় রীতা রানী পাল (৪০) নামের এক গৃহবধু কীটনাশক পান করে আতহত্যা করেছে বলে অভিযোগ পাওয়াগেছে । নিহত গৃহবধু রীতা রানী পাল উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দক্ষিন মরিচবুনিয়া গ্রামের মহাদেব চন্দ্র পালের স্ত্রী এক কন্যা সন্তানের জননী ছিলেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে হাসপাতাল থেকে লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয় সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জেরে শনিবার দুপুরে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পরে রীতা রানী পাল। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে।