বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গাছ ভর্তি একটি ট্রাক উল্টে খালে পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার বিনাপানি বাজার সংলগ্ন রতের মোড় নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ (ঢাকা মেট্রো ট-২০৩৮৮৬) ট্রাকটিতে গাছ ভর্তি ছিল। এ দূর্ঘটনায় চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ট্রাকের চালক।
ট্রাকের চালক মো. ফয়জুল ইসলাম বলেন, গতকাল ডেউয়াতলা বাজার থেকে গাছ লোড করে আমরা পাবনার দিকে রওয়া হয়েছি। রাত ১০টার দিকে কাঠালিয়া উপজেলার বিনাপানি বাজার সংলগ্ন রতের মোড় নামকস্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহণকে সাইট দিয়ে গিয়ে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। এ দূর্ঘটনায় আমাদের চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, সড়কটি অত্যান্ত সরু হওয়ায় দুটি গাড়ি ক্রোসিং করা খুবই ঝুকিপূর্ণ। কর্তৃপক্ষের উচিত সড়কটি আরো প্রসস্ত করা।
এলাকাবাসী জানান, রাস্তাটি সরু হওয়ায় দুটি গাড়ি ক্রোসিং করতে পারে না। যার ফলে প্রায়ই এ ধরণের দূর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের কাছে দাবি যাতে এই আঞ্চলিক সড়কটি আরো প্রসস্ত করা হয়।