শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় গাঁজা গাছসহ আবদুর রহিম বাদশা (৪০) নামের এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার থানার এসআই মো. কাইয়ুম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রামের রহিম বাদশার শ^শুর সৈয়দ আলীর বাড়ী থেকে তাকে আটক করে। এসময় সৈয়দ আলীর ঘরের আঙিনায় রহিম বাদশার রোপনকৃত গাঁজাগাছ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আবদুর রহিম বাদশা উপজেলার তালগাছিয়া গ্রামের কাঞ্চন আলী জমাদ্দারের ছেলে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে। মামলার আসামী রহিম বাদশাকে জব্দকৃত গাঁজা গাছসহ কোর্টে চালান করা হয়েছে।