শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে সাগর হাওলাদার (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (২০ আগস্ট) সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাগর হাওলাদার ওই গ্রামের মোঃ কুদ্দুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০ টার দিকে পরিবারের সবার অজান্তে নিজের ঘরের আড়ার সাথে মায়ের ওরনা দিয়ে গলায় ফাঁস নেয় সাগর। তার মা ছেলের রুম থেকে ছটফটের শব্দ পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে করর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় লাশ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।